
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 228 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা আজ সোমবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ডিএসই ও লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক, রবি আজিয়াটা, মেঘনা ইন্সুরেন্স, আমান ফিড ও আমান কটন।
কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ও মেঘনা ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
অন্যদিকে, রবি আজিয়াটা, আমান ফিড ও আমান কটন জানুয়ারী-মার্চ,২৪ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংকের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায়, রবি আজিয়াটার বিকাল ৪টায়, মেঘনা ইন্সুরেন্সের বিকাল ৩টায়, আমান ফিডের বিকাল ৩টায় ও আমান কটনের বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity