
| সোমবার, ০৩ জুন ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা তৃতীয় বর্ষের প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৪ দশমিক ৫৫ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন।
রোববার (২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের ৪ দশমিক ৫৫ শতাংশ রিটার্ন সুকুকটির অভিহিত মূল্য ১০০ টাকার ওপর দেয়া হবে। প্রথম অর্ধবার্ষিকের মেয়াদকাল ২৩ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২২ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity