
| সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত
সোমবার (৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়
ডিএসইতে আজ প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ দশমিক ৬৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৫৬৪ দশমিক ৬৩ পয়েন্টে ও ১ হাজার ২১৫ দশমিক ১৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৫৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৯৫৯ দশমিক ৮৯ পয়েন্টে।
এছাড়া আজ ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২০ কোটি ২০ লাখ টাকা।
এছাড়া সোমবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টি কোম্পানির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।
Posted ৩:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity