
| রবিবার, ১৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে শেষ হয়েছে লেনদেন। আজ সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএ আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৭ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, দর কমেছে ২৯৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।
ডিএসইতে ৬২২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪২ কোটি ৩ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ২৮ লাখ টাকার।
Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity