
| বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক-লেনদেন দুদিন উত্থানের পর আবারো ফিরেছে পতনের ধারায় । আজ পুঁজিবাজারের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর পতনের পাশাপাশি কমেছে মূল্যসূচক। সেই সাথে কমেছে লেনদেনের পরিমাণও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস ৩০ সূচক কমেছে ০ দশমিক ০১ পয়েন্ট এবং ডিএস শরীয়াহ্ সূচক ০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ মোট ৬৫১ কোটি ২০ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা।
আজ পুঁজিবাজারে মোট ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮৫ কোম্পানির, দর কমেছে ২৮১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
Posted ৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity