
| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার কেনাবেচার সময় বাড়ছে। এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি আগামী ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। সকাল ১০টার পরিবর্তে শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং দুপুর আড়াইটার পরিবর্তে শেষ হবে পৌনে ৩টায়।
নতুন সময় নির্ধারণ করে ব্রোকারেজ হাউজগুলোকে বুধবার (২২ জানুয়ারি) চিঠি দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। চিঠিতে ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (২৬ জানুয়ারি) থেকে সিএসইতে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে, যা দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। বর্তমানে এক্সচেঞ্জটিতে লেনদেন শুরুর সময় সকাল ১০টা। দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত এই লেনদেন চলে।
লেনদেনের সময় বৃদ্ধির কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচি পরিবর্তিত হবে। বর্তমানে দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন। নতুন সময়সূচি অনুসারে পোস্ট-ক্লোজিং চলবে বেলা ২টা ৩৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত।
Posted ২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity