
| রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
গাজীপুরের সফিপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক মো. রবিউল ইসলামের মৃত্যুদাবির ১ লাখ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৪ ফ্রেবুয়ারি) অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান পলিসির নমিনী মোসা. জোসনা খাতুনের নিকট চেকটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জজকোর্টের এ.পি.পি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য ও গাজীপুর জেলা যুব দলের সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মন্ডল এবং কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টুটুল।
সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান মো. তানভীর ইসলাম তানজিল। সভায় প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীমা গ্রাহক মো. রবিউল ইসলাম মাত্র ২৪ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুদাবির ১ লাখ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ। -বিজ্ঞপ্তি
Posted ১১:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity