
| মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানির শেয়ার দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে। এর কারণ তদন্তের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত করার নির্দেশে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসির সার্ভিল্যান্স বিভাগের উপ-পরিচালক মো. নানু ভূঁইয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ প্রদান করা হয়।
এতে বলা হয়েছে, কিছু তালিকাভুক্ত কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কিন্তু সম্প্রতি সেইসব সিকিউরিটিজের লেনদেনে উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন দেখা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড ও প্রশাসন) প্রবিধান, ২০১৩ এর ১৬(৩)(সি)(ii) প্রবিধান অনুসারে, ডিএসই ট্রেডিং নিয়ম এবং শৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয়তা লঙ্ঘন তদন্ত করার ক্ষমতাপ্রাপ্ত।
অতএব, ডিএসইকে এই চিঠি জারির ৩০ কার্যদিবসের মধ্যে সন্দেহজনক লেনদেন বা সিকিউরিটিজ আইন লঙ্ঘন সনাক্ত করার জন্য তদন্ত করতে এবং সেইসব সিকিউরিটিজের লেনদেনে যেকোনো পর্যবেক্ষণ/অনুসন্ধান সম্পর্কে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ২:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity