
| রবিবার, ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 106 বার পঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বৈঠকে বসেছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। রোববার (৯ মার্চ) বেলা ১১টায় ঢাকার আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বিএসইসি অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত উদ্বুদ্ধ পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, ডিএসইর পরিচালক মিনহাজ মান্না ইমন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন উপস্থিত আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া, বৈঠকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), শীর্ষ ব্রোকারেজ হাউজ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।
বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিএসইসি উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য আজ এই বৈঠক হবে বলে গত শনিবার (৮ মার্চ) রাতে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity