শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫১ অডিট ফার্মকে তালিকাভুক্ত করল আইডিআরএ’র অডিটরস প্যানেলে

  |   শনিবার, ১০ মে ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

৫১ অডিট ফার্মকে তালিকাভুক্ত করল আইডিআরএ’র অডিটরস প্যানেলে

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র অডিটরস প্যানেলে ৫১টি অডিট ফার্মকে তালিকাভুক্ত করা হয়েছে। গত ৬ মে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

বীমা আইন, ২০১০ এর আওতায় বাংলাদেশে বীমা ব্যবসারত সকল বীমা কোম্পানির বিশেষ নিরীক্ষাসহ কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী তদন্ত, সম্পত্তি মূল্যায়ন, কোম্পানি মূল্যায়ন ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য এই তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকাভুক্ত অডিট ফার্মগুলো হলো-

হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, স্নেহাসিস মাহমুদ অ্যান্ড কোং, হানিফ ও আরিফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হক ভট্যাচার্য দাস অ্যান্ড কোং, এম এম রহমান অ্যান্ড কোং,বসু ব্যানার্জী নাথ অ্যান্ড কোং, এ ওহাব অ্যান্ড কোং, টি হুসেন অ্যান্ড কোং,জি. কিবরিয়া অ্যান্ড কোং, আশরাফ উদ্দিন অ্যান্ড কোং, ইসলাম জাহিদ এন্ড কোং, হোসেন ফরহাদ অ্যান্ড কোং; রহমান আনিস এন্ড কোং, এস. এফ. আহমেদ অ্যান্ড কোং;

আজিজ হালিম খায়ের চৌধুরী,নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং, মসিহ মুহিত হক অ্যান্ড কোং,ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং, পিনাকি অ্যান্ড কোং; ফেমস এন্ড আর, এম.জে. আবেদীন অ্যান্ড কোং, হাওলাদার মারিয়া অ্যান্ড কোং, মাহফেল হক অ্যান্ড কোং,আতিক খালেদ চৌধুরী, শিরাজ খান বসাক অ্যান্ড কোং, একনাবিন;

হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোং, এম. শহীদুল ইসলাম অ্যান্ড কোং, কাজী জাহের খান অ্যান্ড কোং, ইউএইচওয়াই সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং;

খান ওহাব শফিক রহমান অ্যান্ড কোং, , আহমেদ যাকের অ্যান্ড কোং, মালেক সিদ্দিকী ওয়ালী, এ হক অ্যান্ড কোং, রহমান রহমান হক, শফিক বসাক অ্যান্ড কোং, এইচএম এনাম অ্যান্ড কোং, আহসান মঞ্জুর অ্যান্ড কোং, এস. কে. বড়ুয়া অ্যান্ড কোং, মাহামুদ সবুজ অ্যান্ড কোং, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং, অক্টোখান, কে.এম. হাসান অ্যান্ড কোং;

এম আই চৌধুরী অ্যান্ড কোং, আলী জহির আশরাফ অ্যান্ড কোং, ম্যাক অ্যান্ড কোং, কে.এম. আলম অ্যান্ড কোং, ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং, অরুণ অ্যান্ড কোম্পানি এবং হাবিব সারওয়ার ভূঁইয়া অ্যান্ড কোং।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ অপরাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com