শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানিগুলোর কমপ্লায়েন্স নিশ্চিতে বিএসইসির সেমিনার অনুষ্ঠিত

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

বীমা কোম্পানিগুলোর কমপ্লায়েন্স নিশ্চিতে বিএসইসির সেমিনার অনুষ্ঠিত

তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর বাজার সংক্রান্ত বিধিমালা মেনে চলা (কমপ্লায়েন্স) নিশ্চিত করতে ‘কমপ্লায়েন্স অব সিকিউরিটিজ মার্কেটস’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সেমিনারে দেশের অ‌ধিকাংশ বীমা কোম্পানির শীর্ষ নির্বাহী, পরিচালক, কোম্পানি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সেমিনারে বিএসইসির পরিচালক মো. আবুল কালাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইওএসসিও’র নীতিমালা অনুসরণ করে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সময়মতো নির্ভুল আর্থিক ও প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করতে হবে। এতে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং পুঁজিবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকবে।”

তিনি আরও বলেন, করপোরেট গভর্ন্যান্স জোরদার, শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ এবং কোম্পানির জবাবদিহিতা নিশ্চিত করাই সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মূল ভিত্তি।

বিএসইসি জানায়, বিএসইসি বাজার সুশাসন ও বিনিয়োগকারীদের সুরক্ষায় বছরব্যাপী বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। চলতি বছরে ইতোমধ্যে ৩৫৯টি কোম্পানির কর্মকর্তাদের অংশগ্রহণে ৬টি সেমিনার সফলভাবে সম্পন্ন হয়েছে।

সেমিনারে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিএসইসির এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তারা বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১১:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com