
| রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট | 159 বার পঠিত
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারের অনুকূলে প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকার শেয়ার মানি ডিপোজিটকে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে পরিচালনা পর্ষদের বৈঠকে।
এই শেয়ারগুলো ইস্যু করা হবে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের অনুকূলে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ও ইস্যু মূল্য হবে সমান, ১০ টাকা।
Posted ১:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity