শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আর্থিক জ্ঞান বিষযক শট ভিডিও প্রতিযোগিতা আয়োজন করছে বিএসইসি

  |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   295 বার পঠিত

আর্থিক জ্ঞান বিষযক শট ভিডিও প্রতিযোগিতা আয়োজন করছে বিএসইসি

জুলাই বিপ্লবে আত্মাহুতি দানকারী ছাত্র-জনতার স্মরণে ও সমৃদ্ধ পুঁজিবাজার বিনির্মাণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পঁজিবাজারে ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে ‘আর্থিক জ্ঞান বিষযক শট ভিডিও প্রতিযোগিতা’ আয়োজন করেছে। বাংলাদেশের যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী উক্ত প্রতিযোগিতায অংশগ্রহণ করতে পারবে।বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিযোগিতাটিতে তিনটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় মিলিয়ে মোট নয়টি পুরস্কার প্রদান করা হবে এবং একইসাথে ১০ টি সান্ত্বনা/উৎসাহ পুরস্কার দেওয়া হবে।

উক্ত আয়োজনে বিএসইসিকে সহায়তা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)-র অন্যতম প্রধান দায়িত্ব “বিনিয়োগকার়ীদের স্বার্থ সংরক্ষণ” এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের অন্যতম উপায় হচ্ছে তাদেরকে যথাযথ বিনিয়োগ শিক্ষা প্রদান করা দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণের অংশ হিসেবে জনগণের মাঝে শিক্ষামুলক শট ভিডিও (১-২ মিনিট) প্রচার করা হলে তা কার্যকরী ভমিকা রাখতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সকলের মাঝে জুলাইয়ের স্পিরিটকে শ্রদ্ধাভরে স্মরণ ও আলোকপাত করতেই বিএসইসির শট ভিডিও প্রতিযোগিতা আযোজন। এর মধ্য দিয় জুলাই গণঅভ্যুত্থানের মূলচালিকাশক্তি ছাত্র-ছাত্রীদের মাঝে জলাইয়ের উদ্দীপনা ও কর্মশক্তি নতুনভাবে চালিত হবে এবং সেটি বিনিয়োগ শিক্ষার বিকাশ ও প্রসারে কাজে আসবে।

একইসাথে এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাত উপকৃত হবে বলে বিএসইসি মনে করে।

যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে;

১। সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি ক্যাটাগরিতে ৩টি (১ম পুরস্কার ৬০,০০০ টাকা ও ক্রেস্ট, ২য় পুরস্কার ৪৫,০০০ টাকা ও ক্রেস্ট ও ৩য় পুরস্কার ৩০,০০০ টাকা ও ক্রেস্ট) প্রতিটি।

২। পুঁজিবাজার ঝুঁকি বিষয়ে ৩টি (১ম পুরস্কার ৬০,০০০ টাকা ও ক্রেস্ট, ২য় পুরস্কার ৪৫,০০০ টাকা ও ক্রেস্ট ও ৩য় পুরস্কার ৩০,০০০ টাকা ও ক্রেস্ট) প্রতিটি।

৩। পুঁজিবাজার সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বিষয়ে ৩টি। (১ম পুরস্কার ৬০,০০০ টাকা ও ক্রেস্ট, ২য় পুরস্কার ৪৫,০০০ টাকা ও ক্রেস্ট ও ৩য় পুরস্কার ৩০,০০০ টাকা ও ক্রেস্ট) প্রতিটি।

এছাড়াও ১০ টি সান্ত্বনা/উৎসাহ পুরস্কার যার প্রতিটির মূল্য ১৫,০০০ টাকা ও সনদ।

প্রতিযোগিতা শুরুর তারিখঃ ০১ জুলাই ২০২৫

ভিডিও জমা দেওয়ার তারিখঃ ১৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।

রেজিস্ট্রেশন ও ভিডিও প্রস্তুতের ক্ষেত্রে নির্দেশনা ও মুল্যায়ন পদ্ধতিসহ বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে ক্লিক করনঃ http://finlitbd.com/bn/video-competition-php

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com