
| সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 515 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর বিরুদ্ধে ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে।
এ প্রেক্ষিতে প্রতিষ্ঠান তিনটির তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই কমিশনের ৯৬১তম সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাইম ফাইন্যান্স, পিএফআই সিকিউরিটিজ এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট মার্জিন ঋণের মাধ্যমে ২৯৬ কোটি টাকার অর্থ পাচার করেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাবেক পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিদর্শন প্রতিবেদনটি দুদকে পাঠানো হবে।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity