
| বুধবার, ২৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 474 বার পঠিত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ জুলাই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
আজ ডিএসইতে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে, যা ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি টাকা।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫৬.৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৮টি কোম্পানির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত আছে ৭৯টির।
বুধবার ডিএসইতে মোট ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity