
| মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 479 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে,ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের তথ্য অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। একই সঙ্গে কোম্পানির রেটিং আউটলুক স্থিতিশীল হিসেবে ধরে রাখা হয়েছে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই রেটিং প্রদান করা হয়েছে।
এই উচ্চ রেটিং কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা, শক্তিশালী ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার প্রতিফলন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
Posted ২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity