
| বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 418 বার পঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা ২০২৫’-এর সময়সীমা ১ মাস বাড়ানো হয়েছে। এখন ভিডিও জমা দেওয়ার শেষ সময় ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ‘জুলাই-আগস্ট বিপ্লব’ ও শহীদ ছাত্র-যুবকদের আত্মত্যাগ স্মরণে এবং পুঁজিবাজার বিষয়ে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
এই প্রতিযোগিতার উদ্দেশ্য তরুণদের মাঝে পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, সুস্থ বিনিয়োগচর্চা উৎসাহিত করা এবং ঝুঁকিবোধের দক্ষতা বাড়ানো। অংশগ্রহণকারীদের ১ থেকে ২ মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে নির্ধারিত লিংকে জমা দিতে হবে।
প্রতিযোগিতায় ইতোমধ্যেই যারা ভিডিও জমা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে কমিশন আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে অংশগ্রহণে উৎসাহিত করতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিস্তারিত তথ্য ও ভিডিও জমা দেওয়ার জন্য ভিজিট করুন:
http://finlitbd.com/bn/video-competition.php
Posted ৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity