শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সরকারি লাভজনক কোম্পানিগুলো পুঁজিবাজারে আসছে: তালিকাভুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   1654 বার পঠিত

সরকারি লাভজনক কোম্পানিগুলো পুঁজিবাজারে আসছে: তালিকাভুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

সরকারি মালিকানাধীন লাভজনক ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোম্পানির তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের তালিকাভুক্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রোববার (৩ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসরণে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানির জন্য যেমন ইতিবাচক ফলাফল আনে, তেমনি দেশের পুঁজিবাজারের জন্যও সুফল বয়ে আনে। এটি কোম্পানির সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। একইসঙ্গে কোম্পানির প্রকৃত মূল্যায়নও (ভ্যালুয়েশন) সম্ভব হয়।”

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক, বিদুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, বিএসইসির পরিচালক মো. আবুল কালাম, পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিএমবিএ সভাপতি মাজেদা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় যেসব সরকারি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি নিয়ে আলোচনা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সাইনোভিয়া (সাবেক স্যানোফি), নোভার্টিস, সিনজেন্টা, নেসলে বাংলাদেশ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার, বি-আর পাওয়ারজেন, সিলেট গ্যাস ফিল্ডস্, বড়পুকুরিয়া কোল মাইনিং, জালালাবাদ গ্যাস, কর্ণফুলী গ্যাস কোম্পানি, সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com