
| সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 289 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’র (বিজিআইসি) ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। সোমবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড তথ্য অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। একই সঙ্গে কোম্পানির স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই রেটিং আউটলুক স্থিতিশীল হিসেবে ধরে রাখা হয়েছে।
এই উচ্চ রেটিং কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা, শক্তিশালী ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার প্রতিফলন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity