
| মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 564 বার পঠিত
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আপাতত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সরাসরি তালিকাভুক্ত হতে পারবে না। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৬৭তম কমিশন বৈঠকে এ সংক্রান্ত সিএসইর আবেদন বাতিল করা হয়েছে।
বৈঠক শেষে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সিএসই কর্তৃপক্ষ তাদের ব্লক থাকা ৩৫ শতাংশ শেয়ার ডিএসইতে সরাসরি তালিকাভুক্তির অনুমতি চেয়ে আবেদন করেছিল।
তবে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো কোম্পানির শেয়ার সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায়, ২০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট ও ১৫ শতাংশ পাবলিক প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বিক্রির প্রক্রিয়া ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, মূল ব্যবসা থেকে পরিচালন মুনাফা না থাকায়, আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় প্রস্পেক্টাস ও তথ্যপত্র সংযুক্ত না করায় এবং পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডার সাধারণ সভার সিদ্ধান্তের কপি না দেওয়াসহ নানা কারণে এই আবেদন অনুমোদন পায়নি।
Posted ৮:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity