
| বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 343 বার পঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবু রেজা মো. ইয়াহিয়াকে নিয়োগ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আগামী ১৫ আগস্ট থেকে পরবর্তী ৩ মাসের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আবু রেজা মো. ইয়াহিয়া ব্যাংকটি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি স্যোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার দায়িত্বকালে কোম্পানি সেক্রেটারি, ক্যামেলকো ও চিফ ল অফিসার হিসেবে কাজ করেন।
দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি এই দুটি ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিভিশন, ডেভেলপমেন্ট উইং, রিটেইল ইনভেস্টমেন্ট উইং ও লিগ্যাল ডিপার্টমেন্টে পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) এবং এলএল.এম ডিগ্রী অর্জন করেন।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity