
| রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 424 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চাঁদপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা রোববার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে বি এম ইউসুফ আলী বলেন, “গ্রাহকদের প্রতি আস্থা ও সেবার মান ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য। বীমা গ্রাহকের প্রাপ্য দাবি দ্রুত পরিশোধের মাধ্যমে আমরা এক বিশ্বাসযোগ্য আর্থিক সেবা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে চাঁদপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময়, বীমা দাবিদারদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়। -বিজ্ঞপ্তি
Posted ৯:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity