
| সোমবার, ২৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 492 বার পঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (২৩ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় এ দাবি পরিশোধ করা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তর করেন।
সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এ এস এম সাজ্জাদুর রহমান, গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন ও বালাগঞ্জ জোন প্রধান রুমা দর চৌধুরী বক্তব্য রাখেন।
সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেন, বীমা পেশায় আমরা অতীতে যে প্রতিকূল অবস্থার মোকাবেলা করে এসেছি তা এখন আর নেই। বলা যায় বীমা পেশায় এখন স্বর্ণযুগ চলছে। এ অনুকূল পরিবেশে বীমা কর্মীদের আরো বেশিমাত্রায় কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ঘরে ঘরে ন্যাশনাল লাইফের বীমা সেবা পৌঁছে যাবে।
সভায় সিলেট অঞ্চলের প্রায় ১ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথি পরে সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।-বিজ্ঞপ্তি
Posted ১২:০৬ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity