
| বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 335 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৪ সালের জন্য বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৯৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সা।
লভ্যাংশের ঘোষণা দিলেও ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু নির্ধারণ করেনি। তবে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৩ সেপ্টেম্বর।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity