
| রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত
ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসি গ্রাহকদের জন্য হেলথ কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান (এসিআইআই-ইউকে)।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ এবং সিএফও মিলটন বেপারী, এফসিএ। হেল্থ কার্ডের কার্যক্রম ও গ্রাহক সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোকপাত করেন ইভিপি (উন্নয়ন) মো. ফরহাদ জলিল ও ইভিপি (গ্রুপ এন্ড হেল্থ) রাজীব কান্তি সাহা।
এছাড়াও এসইভিপি মিসেস আফরিন হক (একচ্যুয়ারি), ইভিপি (মানব সম্পদ) মো. আসাদুজ্জামান মল্লিক, ইভিপি (লিগ্যাল) মো. আব্দুল আউয়াল, ইভিপি (হিসাব) পল্লব ভৌমিক এবং ইভিপি (আইটি) শামীম রেজা সহ অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
Posted ৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity