
| সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 283 বার পঠিত
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি’র শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ সম্প্রতি গুলশানের একটি অভিযাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর এবং প্রধান অতিথি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার। আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. আশিক হোসেন, নুসরাত জাহান তানিয়া, মুখ্য উপদেষ্টা আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবসায়িক কর্মকান্ড বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি সম্পর্কে কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রধান অতিথি সাহিদা আনোয়ার তার বক্তব্যে কোম্পানির বর্তমান ও সম্ভাব্য গ্রাহদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং তাদেরকে উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যবসা উন্নয়নের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বীমা ব্যবসা সংগ্রহের ক্ষেত্রে উন্নয়ন কর্মকর্তাদের বিশেষ যত্নশীল হওয়ার এবং উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর তার বক্তব্যে কোম্পানির বিভিন্ন ব্যবসায়িক দিকের উপর আলোকপাত করে বীমা ঝুঁকি সম্পৃক্ত নানা বিষয়ের উপর উপস্থিত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। -বিজ্ঞপ্তি
Posted ১০:৩২ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity