
| বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 349 বার পঠিত
অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. আজহারুল ইসলামের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নিয়োগপত্রের শর্ত সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে। গত ৮ সেপ্টেম্বর আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে এই নিয়োগ অনুমোদিত হয়েছে।
প্রায় ৩৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বীমা ব্যক্তিত্ব মো. আজহারুল ইসলাম ২০২০ সালের ১৮ জানুয়ারি থেকে অগ্রণী ইন্স্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অধীনে এইচআইআইডি/ইএসইপিপি প্রকল্পে কাজ করেন। এরপর যুক্ত হন ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে যা বাংলাদেশের প্রথম প্রজন্মের নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং যুক্তরাজ্যের ক্যামেলিয়া পিএলসি-এর মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল। সেখানে টানা ১২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তিনি ব্যবসা উন্নয়ন, আন্ডাররাইটিং, কাস্টমার রিলেশনশিপ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দেশ-বিদেশে প্রশিক্ষণ নেন।
২০০৩ সালের জুলাইয়ে মো. আজহারুল ইসলাম অগ্রণী ইন্স্যুরেন্সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি মতিঝিল শাখায় সিনিয়র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
Posted ৮:২৭ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity