
| বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 196 বার পঠিত
নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে পাঁচ বিনিয়োগকারীকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এ জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২৪ মে থেকে ওই বছরের ৫ জুলাই পর্যন্ত সময়ের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তদন্তে কারসাজির প্রমাণ পায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই অপরাধে বিনিয়োগকারী রিয়াজ মাহমুদকে ১ কোটি ১৪ লাখ টাকা, আবুল বাশারকে ৪ কোটি ২ লাখ টাকা, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ টাকা, মোঃ সেলিমকে ১ কোটি ৬৯ লাখ টাকা এবং মোঃ জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity