
| বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 230 বার পঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রধান কার্যালয়ে সম্প্রতি জোন পর্যায়ের দাপ্তরিক কর্মকর্তাদের নিয়ে এক প্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ন্যাশনাল লাইফ দেশের বীমা খাতে একটি আস্থার নাম। আমাদের প্রতিটি কর্মকর্তা যদি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে প্রিমিয়াম সংগ্রহ আরও বাড়বে এবং গ্রাহক আস্থাও দৃঢ় হবে।”
তিনি আরও যোগ করেন, “এই সভার উদ্দেশ্য শুধু পুরস্কার প্রদান নয়; বরং কর্মকর্তাদের কাজের প্রতি অনুপ্রেরণা জাগানো এবং লক্ষ্য পূরণের পথে দিকনির্দেশনা দেওয়া।”
অনুষ্ঠানে প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় সেরা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সিইও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। তারা সবাই ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
Posted ৫:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity