শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে পূবালী ও যমুনা ব্যাংকের ১,৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   601 বার পঠিত

পুঁজিবাজারে পূবালী ও যমুনা ব্যাংকের ১,৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি ও যমুনা ব্যাংক পিএলসি মোট ১ হাজার ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল এবং ফ্লোটিং রেট ভিত্তিক হবে। এর কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ মার্জিন। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের নিকট এটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ৫ লাখ টাকা।

উত্তোলিত অর্থের মাধ্যমে পূবালী ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বন্ড প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হবে।

অন্যদিকে, যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ডের প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিশন। এ বন্ডও আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেট ভিত্তিক হবে। এর কুপন রেট একইভাবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ মার্জিন নির্ধারণ করা হয়েছে। এটি প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য থাকবে ৫ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে যমুনা ব্যাংকও তার টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি একইভাবে অল্টারনেটিভ ট্রেডিং বন্ড প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হবে।

প্রতিদিনের অর্থনীতি/এসএ

 

 

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com