
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 310 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো : স্ট্যান্ডার্ড সিরামিক ও ইউনাইটেড ইন্স্যুরেন্স । ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড সিরামিক: এ কোম্পানির বোর্ড সভা আজ ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসান ছিল ২ টাকা ৯৯ পয়সা। সে হিসাবে কোম্পানিটির লোকসান বেড়েছে ৬ দশমিক ৩৬ গুণ। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারপ্রতি নিট দায় হয়েছে ১৪ টাকা ৮২ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: এ কোম্পানির বোর্ড সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সায়।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity