
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 232 বার পঠিত
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আমরা টেকনোলজিস, এস্কয়ার নিট কম্পোজিট ও ডরিন পাওয়ার লিমিটেড।
কোম্পানিগুলো ডিএসইর মাধ্যমে জানিয়েছে, ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে আমরা টেকনোলজিস ১০ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিট ১০ শতাংশ এবং ডরিন পাওয়ার ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity