শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   277 বার পঠিত

পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২৬ কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ধারণ নিশ্চিত করার পুনরায় নির্দেশনা দিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭টি কোম্পানির কাছে ৩০ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে তাদের অসম্মতির ব্যাখ্যা চেয়েছে বিএসইসি। কোম্পানিগুলো হলো-অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, অ্যাপোলো ইস্পাত, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ফ্যামিলিটেক্স বিডি, মিথুন নিটিং, নর্দার্ন জুট এবং সুহ্নদ ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে, ৩০ শতাংশ শেয়ার ধারণ নেই এমন ৬টি কোম্পানিতে দুজন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কোম্পানিগুলো হলো- ফার্মা এইডস, আলহাজ টেক্সটাইল, আজিজ পাইপস, এফএএস ফাইন্যান্স, জেনারেশন নেক্সট ফ্যাশন এবং রিং শাইন টেক্সটাইল।

এছাড়াও আরো ১৩টি কোম্পানিকে ৩০ শতাংশ শেয়ার ধাারণ করার জন্য এক বছর সময় দিয়েছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলো ৩০ শতাংশ শেয়ার ধারণ কিভাবে করবে, সে বিষয়ে পরিকল্পনা চেয়েছে বিএসইসি।

কোম্পানিগুলো হলো-আফতাব অটোমোবাইলস, ইনটেক লিমিটেড, সিএন্ডএ টেক্সটাইলস, আরএসআরএম, ফাইন ফুডস, সালভো কেমিক্যাল, ফু-ওয়াং ফুডস, আইএসএন লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক, ন্যাশনাল ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ডেল্টা স্পিনার্স।

প্রসঙ্গত, পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ কোম্পানিগুলোর কাছ থেকে গত বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি বিশদ পরিকল্পনা চেয়েছিল বিএসইসি। তখন ১৩টি কোম্পানি বিএসইসির ওই নির্দেশনায় সাড়া দিলেও বাকিগুলো কোনো জবাব দেয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2024
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
242526272829 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com