
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 354 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৭০ পয়সা বা ৮ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডেফোডিল কম্পিউটারসের শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ০৬ শতাংশ।
সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি, এবি ব্যাংক, কাসেম ইন্ডাস্ট্রিস, এসবিএসি ব্যাংক, অগ্নি সিস্টেমস, জেমিনি সি ফুড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity