
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 142 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে।
কোম্পানিগুলো হলো- সান লাইফ ইন্সুরেন্স, গোল্ডেন সন এবং ফাইন ফুডস লিমিটেড। এই ৩ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকায় অবস্থান করছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করেছে সান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৮.০২ শতাংশ দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ২৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.২৩ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর গেইনারের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করেছে গোল্ডেন সন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫.৭৬ শতাংশ দর বেড়েছে। ডিএসইতে কোম্পানিটির ৩৫ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৭ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার নবম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৪৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ১ কোটি ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ফাইন ফুডস কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.১৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৩১ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার দশম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.১৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানির ১ লাখ ০৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity