
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 89 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতে কোম্পানির সংখ্যা ১৫টি। এর মধ্যে ১৩ কোম্পানির শেয়ার ধারণের হালনাগাদ তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৫টির, কমেছে ৫টির, অপরিবর্তিত রয়েছে ৩টির এবং ২টির প্রকাশিত হয়নি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আরামিট লিমিটেড, বার্জার পেইন্টস, বেক্সিমকো লিমিটেড, ইনডেক্স এগ্রো ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি।
আরামিট লিমিটেড : ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৬২ শতাংশ, যা মার্চ মাসে ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২.৯৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২৪.৮০ শতাংশ থেকে ১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩.৪৮ শতাংশে।
বার্জার পেইন্টস : ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩.৬৮ শতাংশ, যা মার্চ মাসে ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৭৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ১.১২ শতাংশ থেকে ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.০৪ শতাংশে।
আরও পড়ুন :
আমরা নেটওয়ার্কের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শেষ ১৮ এপ্রিল
প্রাইম ব্যাংকের সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
বেক্সিমকো লিমিটেড : ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.৬৯ শতাংশ, যা মার্চ মাসে ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.৭৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩২.২৬ শতাংশ থেকে ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২.২২ শতাংশে। একই সময়ে বিদেশি বিনিয়োগ ০.৯৪ থেকে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.৯৩ শতাংশে।
ইনডেক্স এগ্রো : ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.২২ শতাংশ, যা মার্চ মাসে ০.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.৪৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২২.০১ শতাংশ থেকে ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.৮০ শতাংশে।
উসমানিয়া গ্লাস শিট : ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৮৩ শতাংশ, যা মার্চ মাসে ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৯১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩৩.১৭ শতাংশ থেকে ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩.০৯ শতাংশে।
আলোচ্য মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, জিকিউ বলপেন ও সাভার রিফেক্টরিজের।
অন্যদিকে, মার্চ মাসে শেয়ার ধারণ হালনাগাদ করেনি খান ব্রার্দাস ও মিরাকল ইন্ডাষ্ট্রিজ।
Posted ২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity