বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বিআইএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন আহমেদ

  |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

বিআইএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন আহমেদ

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ‌্যাসোসিয়েশনের (বিআইএ) প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করায় এ পদটি শূন্য হয়। শেখ কবির স্বাস্থ্যগত কারনে গত ২১ অক্টোবর পদত্যাগ করেন।

আজ সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বাংলাদেশ ইন্স্যুরেন্স অ‌্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির ২১৮তম সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য অ‌্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ‌্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ ২০২৫ সালের ৮ এপ্রিল শেষ হবে।

নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন । তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ‌্যাকাডেমির “বোর্ড অব গভর্নরস”-এর একজন সদস্য। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল এর অন্যতম পরিচালক। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ‌্যাকাডেমিসহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনার-এ অংশগ্রহণ করেন। বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আই‌ডিআরএ) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ‌্যাসোসিয়েশনের (বিআইএ) বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি এফবিসিসিআই’র সাবেক সদস্য এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স বিষয়ক ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি “রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন”-এর একজন রোটারীয়ান। -‌বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

October 2024
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com