
| সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 255 বার পঠিত
ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এ কে এম শাহনেওয়াজকে নিয়োগ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। গত ১৭ আগস্ট থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ কে এম শাহনেওয়াজ ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনরি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এমসিবি), ব্যাংক এশিয়া লিমিটেড ও ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মূলত হেড অব ক্রেডিট/সিআরএম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এবং ঢাকাসহ চট্টগ্রামের একাধিক করপোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
শাহনেওয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি দেশে-বিদেশে ব্যাংকিং, ম্যানেজমেন্ট ও নেতৃত্ব বিষয়ক বহু প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত এবং বিভিন্ন সার্ভিস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত।
Posted ৪:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity