
| মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 94 বার পঠিত
বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে। সংগঠনটির ২১৯তম নির্বাহী কমিটির সভায় তাদেরকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেন আখতার এবং ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান। বিআইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ শেষ হবে আগামী ৮ এপ্রিল ২০২৫ তারিখে। এ কে এম মনিরুল হক রোববার ৩ নভেম্বর বিআইএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ভাইস-প্রেসিডেন্ট (নন-লাইফ) পদ থেকে পদত্যাগ করেন । তিনি পদত্যাগ করায় ভাইস প্রেসিডেন্টের পদটি শূন্য হয়। ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের পদটি আগেই শূন্য হয়। এ পদে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ।
প্রেসিডেন্ট শেখ কবির হোসের পদত্যাগ করায় পদটি শূন্য হয় এবং নাসির উদ্দিন আহমদ বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য পেসিডেন্ট নির্বাচিত হন। এ কে এম মনিরুল হক ২০১১ সাল থেকে সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য হন এবং ২০১৭ সাল থেকে টানা সাড়ে ৭ বছর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Posted ৬:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity