
| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত
লাইফ বীমা কোম্পানিসমূহে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, বীমা গ্রাহক এবং লাইফ বীমা কোম্পানির মধ্যে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।
সভায় বিভিন্ন লাইফ বীমা কোম্পানীর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইএ’র প্রেসিডেন্ট সভার শুরুতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রণীত কর্পোরেট গর্ভানেন্স গাইডলাইন্স মেনে চলার প্রয়োজনীয়ত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান ও নির্বাহী কমিটির সদস্য সৈয়দ বদরুল আলম, মো. জালালুল আজিম এবং মোঃ গোলাম কিবরিয়া।
সভায় চেয়ারম্যানবৃন্দ লাইফ বীমা খাতের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে গ্রাহকের আস্থা অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
Posted ১০:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity