
| রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 109 বার পঠিত
বর্ষসেরা সিইও হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৪’ অর্জন করেছেন দেশের বীমা খাতের চতুর্থ প্রজন্মের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক, এফএলএমআই।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে তৃতীয়বারের মতো বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪ প্রদান করা হয়।
এবার ২৪টি ক্যাটাগরিতে দেশের ২২ জন শীর্ষ বাণিজ্যিক ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে তিন শতাধিক বাণিজ্যিক ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
বর্ষসেরা প্রধান নির্বাহী ক্যাটাগরিতে (যাদের বার্ষিক ব্যবসায়িক আয় একশ’ কোটির মধ্যে ছিল ) তাকে এই পদক দেয়া হয়। এস এম জিয়াউল হক তার দক্ষতা ও নৈপূণ্যতার মধ্য দিয়ে দেশের বীমা খাতে বিভিন্ন বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা ব্যবসার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করছেন। পাশাপাশি তিনি ক্ষুদ্র ও গ্রুপ বীমাসহ বিভিন্ন সেক্টরে বীমার প্রসারে কাজ করছেন।
Posted ৩:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity