
| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ৩টায় কোম্পানির ভাইস চেয়ারম্যানের সভাপত্বিত্বে হাইব্রিড ও ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৪ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়াও আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা সভায় অংশ নেন। সভায় বিনিয়োগকারীরা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০২৩ সালের আয় ব্যয়ের হিসাব বিবরণীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন ।
সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন মাধ্যমে পাঠানো কোম্পানির আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা। শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানির ২০২৩ সালের এজেন্ডা অনুমোদিত হয়। সভায় প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানির সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা প্রতিকূল পরিবেশেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করেন। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব চৌধুরী মোহাম্মদ ফরিদ উদ্দিন।-বিজ্ঞপ্তি
Posted ২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity