
| সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 82 বার পঠিত
বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ২ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে প্রেসিডেন্টসহ সংগঠনের ৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. জালালুল আজিম।
তিনি বলেন, রোডম্যাপ অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেয়াসহ প্রার্থীতা যাচাইয়ের বিস্তারিত সময়সূচি নির্বাচনী তফসিলে ঘোষণা করা হবে।
এবারের ভোটে একজন প্রেসিডেন্ট, দু’জন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, দু’জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, দু’জন অর্গানাইজিং সেক্রেটারি, একজন অফিস সেক্রেটারি এবং ৭ জন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচন করা হবে।
Posted ৫:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity