বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটি নির্বাচন

মনোনয়নপত্র কিনলেন নন-লাইফের ২১ জন ও লাইফের ১৪ জন

  |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   356 বার পঠিত

মনোনয়নপত্র কিনলেন নন-লাইফের ২১ জন ও লাইফের ১৪ জন

আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০২৫-২০২৬ সালের নির্বাচন। এ উপলক্ষ্যে বিআইএ’র নির্বাহী কমিটি নির্বাচনের জন্যে গত ১৪ জানুয়ারি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শুরু হয়ে আজ মঙ্গলবার ছিলো এর শেষ দিন। দিনশেষে নন লাইফ বীমা খাতের ২১ জন ও লাইফ বীমা খাতের ১৪ জন মোট ৩৫ পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নন-লাইফ বীমা কোম্পানিগুলোর পরিচালকদের মধ্যে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ফেডারেল ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিচালক তায়েফ বিন ইউসুফ, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক মোস্তফা কামরুস সোবহান।

লাইফ বীমা কোম্পানিগুলোর পরিচালকদের মধ্যে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, প্রোগ্রেসিভ লাইফের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার এবং বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক সাঈদ বদরুল আলম।

নন লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইমাম শাহীন, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই-আলম সিদ্দিকী, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন সরকার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সি, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর এবং সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ।

লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজীম উদ্দিন, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জালালুল আজিম, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জিয়াউল হক, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্দ গিয়াস উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, চাঁদা পরিশোধ সাপেক্ষে এবার বিআইএ’র ৮০ জন সদস্যের মধ্যে ৭৬ জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। চারটি বীমা কোম্পানি কেউ ভোটার হননি। গত ৭ নভেম্বর ২০২৪ বিআইএ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি বিকেল ৩ টায় মনোনয়নপত্র বাছাই এবং এদিন বিকেল ৫ টায় বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। বৈধ মনোনয়নপত্রের ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে ২৩ জানুয়ারি দুপুর একটার মধ্যে আপীল বোর্ডে আপত্তি জানাতে হবে। ৩০ জানুয়ারি শুনানি করে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি করে বিকেল ৫ টার মধ্যে চূড়ান্ত বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা এবং এ দিনে বিকেল ৪ টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। এ দিনেই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টা পর্যন্ত প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে ভোট অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৪ টায় প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন পরিচালনার জন্য গত ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় নির্বাচন পরিচালনা বোর্ড এবং নির্বাচনী আপীল বোর্ড গঠন করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের পরিচালক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং সদস্যরা হলেন এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেস কোম্পানির চেয়ারম্যান ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদ।

আপীল বোর্ডের চেয়ারম্যান হলেন, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সদস্যরা হলেন সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

January 2025
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com