
| বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 144 বার পঠিত
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের মধ্যে স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সোমবার (২ জুন) বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং স্কয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মো. এসাম এবনে ইউসুফ ছিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ স্কয়ার হাসপাতালের সকল শাখায় (মিরপুর, বনানী, উত্তরা এবং সিলেট) ক্যাশলেস হাসপাতাল সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান (সুমন) ।
এছাড়াও স্কয়ার হাসপাতালের মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ ফয়সাল জামান, অর্থ ও হিসাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট বাবলু কুমার সিনহা প্রমুখ।-বিজ্ঞপ্তি
Posted ৮:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity