শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব আর নেই

  |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   298 বার পঠিত

বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব আর নেই

আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সের পরিচালক, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব আর নেই। কানাডায় এক নৌ-দুর্ঘটনায় স্থানীয় সময় গত ৮ জুন মারা যান তিনি। একই দুর্ঘটনায় তাঁর বন্ধু সাইফুজ জামান গুড্ডুও মারা গেছেন। সাইফুজ জামান গুড্ডু বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। কানাডার একটি লেকে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) পোশাক শিল্পের একাধিক উদ্যোক্তা ও টিম গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিএমইএ সদস্যদের কাছে পাঠানো এক বার্তায় বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিজিএমইএর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব কানাডার স্টার্জন লেকে ক্যানো উলটে যাওয়ার ঘটনায় গতকাল মারা গেছেন।’

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম ফেসবুকে লিখেছেন, ‘বিকেএমইএ তথা বাংলাদেশের পোষাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত। আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়মুখ টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব এর মৃত্যুতে বিকেএমইএ গভীরভাবে শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। তার বিদায়ে দেশের পোষাক শিল্পে বিশাল শূন্যতা তৈরী করলো বলে আমরা মনে করি, যা এক অপূরণীয় ক্ষতি।’

গত এক দশকে টিম গ্রুপ তৈরি পোশাক (আরএমজি) খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রুপটির ছয়টি পোশাক ও ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা রয়েছে—ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড, গ্রামটেক লিমিটেড, সাউথ এন্ড সোয়েটারস, মার্স স্টিচ লিমিটেড ও সি.বি.এম. লিমিটেড।

টেকসই ও দায়িত্বশীল ব্যবসার ধারায় অন্যতম পথিকৃৎ টিম গ্রুপ। সবুজ বিপ্লবের অন্যতম অগ্রদূত এ গ্রুপ। এই গ্রুপের একটি কারখানা লিড গোল্ড সনদপ্রাপ্ত, আরও দুটি ইতিমধ্যে ইউএসবিজিবিসিতে লিড প্লাটিনাম সনদের জন্য নিবন্ধিত হয়েছে।

রাকিব বিজিএমইএর পরিচালক হিসেবে ২০১৩-১৫ ও ২০১৫-১৭—এই দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি জাপান, ব্রাজিল, মেক্সিকো ও চিলিতে নতুন বাজার তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com