
| বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | প্রিন্ট | 248 বার পঠিত
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে একটি ব্যাংকান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক।
সম্প্রতি ইবিএল ডিএমডি, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান ও প্রধান ব্যাংকান্স্যুরেন্স কর্মকর্তা এম খোরশেদ আনোয়ার ও আকিজ তাকাফুলের ডিএমডি ও প্রধান করপোরেট বিজনেস কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান খান ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল ইসলামী ব্যাংকিংয়ের উপপ্রধান একেএম মিজানুর রহমান, ব্যাংকান্স্যুরেন্স এবং স্টুডেন্ট ব্যাংকিং প্রধান মো. রকিব; আকিজ তাকাফুলের ভারপ্রাপ্ত সিইও সাজ্জাদুল করিম, ফাইন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগ প্রধান আব্দুস সালাম খন্দকার, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স প্রধান পারভেজ, এভিপি মো. কামরুজ্জামান। -বিজ্ঞপ্তি
Posted ৬:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity