শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক ওপিডি রাইডার সেবার শুভ উদ্বোধন

  |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   270 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক ওপিডি রাইডার সেবার শুভ উদ্বোধন

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক ওপিডি রাইডার (বহির্বিভাগীয় চিকিৎসা) সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের থ্রিডি অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।

সুইডেন ভিত্তিক বহুজাতিক টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশের সাথে যৌথভাবে বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের এই বহির্বিভাগীয় চিকিৎসা সেবাটি প্রদান করা হবে। বেঙ্গল ওপিডি রাইডার পরিষেবাটির শুভ উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের ভাইস-চেয়ারম্যান মো. আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, কোম্পানির প্রকল্প প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মিলভিক বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দিন চৌধুরী, ইশরাত মোস্তফা কান্ট্রি লিড-প্রোডাক্ট এবং রিয়াজ মোস্তফা কান্ট্রি লিড-ফাইন্যান্স।

এই ওপিডি রাইডার (OPD Rider) সেবার মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ মিলভিক বাংলাদেশের রেজিস্ট্রার্ড চিকিৎসকদের নিকট অডিও বা ভিডিও কলের মাধ্যমে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শের ভিত্তিতে বহির্বিভাগীয় চিকিৎসা সেবার সুবিধাদি গ্রহণ করতে পারবেন।

তাকাফুল গ্রাহক এবং তার পরিবারের সদস্যগণ সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা বেঙ্গল ইসলামি লাইফের টেলি-স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশের চিকিৎসকদের সাথে কোনো প্রকার ফি ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে যতবার প্রয়োজন চিকিৎসার জন্য পরামর্শ গ্রহণ করতে পারবেন।

এই বহির্বিভাগীয় চিকিৎসা সুবিধার আওতায় রেফারেল ডাক্তারের ফি, ডাক্তারি পরীক্ষার বিল এবং ঔষধের খরচ পুনর্ভরন করা হবে। মিলভিক অ্যাপের মাধ্যমে বহির্বিভাগীয় চিকিৎসার বিল আপলোড করে যেকোনো সময় যেকোনো স্থান হতে দাবি উত্থাপন করা যাবে। অনুমোদিত দাবির অর্থ গ্রাহকের বিকাশ, রকেট/ব্যাংক হিসাবে বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক সরাসরি প্রদান করা হবে।

এই সেবার মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় ঘরে বসে বহির্বিভাগীয় চিকিৎসা সুবিধার চার ধরণের প্যাকেজের আওতায় জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, পুষ্টিবিদ বিশেষজ্ঞ এবং মনোবিদ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যাবে। হাতের কাছে চিকিৎসা সুবিধা পৌঁছে দেয়ার ক্ষেত্রে এই পরিষেবাটি দেশের বীমা জগতে এক বৈপ্লবিক ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। -বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com