শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা লাইফের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   178 বার পঠিত

মেঘনা লাইফের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গৌরবময় ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে কোম্পানির পরিচালনা পর্ষদ, শীর্ষ নির্বাহী, এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় মেঘনা লাইফের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, “গত তিন দশকে সততা, পেশাদারিত্ব ও সেবার মান বজায় রেখে মেঘনা লাইফ মানুষের আস্থা অর্জন করেছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, “এই অর্জন পুরো মেঘনা পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনগুলোতে আমরা আরও উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগে এগিয়ে যাবো।”

পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “আমরা শুধু একটি বীমা প্রতিষ্ঠান নই, আমরা মানুষের নিরাপত্তা ও ভবিষ্যতের প্রতীক হয়ে উঠেছি।”

অনুষ্ঠানে সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ তারেক এফসিএ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মো. মঈন উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম রকিবুল হাসান, চিফ কো-অর্ডিনেটর আহসান ইবনে কবিরসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নিজাম উদ্দিন আনিস, মিঞা মো. মশিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. পানাউল্লাহ ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাহেদ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মুহাম্মদ আমিমুল এহসান। দোয়ায় কোম্পানির উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করা হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫০ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com