শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রিপাবলিক ইন্স্যুরেন্সে নতুন চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া

  |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   272 বার পঠিত

রিপাবলিক ইন্স্যুরেন্সে নতুন চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া

রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ড. সুবর্ণ বড়ুয়া। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পা‌নি সূত্রে জানা যায়, ড. সুবর্ণ বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের পূর্ণকালীন অধ্যাপক। ইতঃপূর্বে তিনি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি ড. বড়ুয়া আর্থিক খাতের উন্নয়ন ও নীতি পরামর্শে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) খণ্ডকালীন গবেষণা সহযোগী হিসেবেও যুক্ত আছেন। অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ক পাঠদান করেছেন দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে ফাইন্যান্সিয়াল মডেলিং, ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে পেশাগত প্রশিক্ষণ প্রদান করেছেন।

বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডি-যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত একাধিক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে তিনি কাজ করেছেন। এ পর্যন্ত ১২টির বেশি শিল্প ও সরকারি অর্থায়িত গবেষণা প্রকল্প পরিচালনা ও তত্ত্বাবধান করেছেন। পাশাপাশি ১০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও করপোরেট হাউজে আর্থিক ও ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেছেন।

গবেষণাক্ষেত্রে তার অবদানও গুরুত্বপূর্ণ। তার প্রকাশিত বই, গ্রন্থ অধ্যায় এবং পিয়ার-রিভিউড উচ্চমানের গবেষণা সাময়িকীতে প্রকাশিত ৩৫টিরও বেশি প্রবন্ধ রয়েছে। তিনি ১২টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন।

বর্তমানে তিনি Journal of Financial Markets and Governance-এর ব্যবস্থাপনা সম্পাদক এবং PLOS Climate-এর অ্যাকাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বর্তমান গবেষণা ও পরামর্শমূলক কাজের প্রধান ক্ষেত্র হলো ফিনান্সিয়াল টেকনোলজি (ফিনটেক), টেকসই অর্থায়ন ও বিনিয়োগ।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৯:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com